ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো টার্গেট করে

সোমবার থেকে শুরু হওয়া রুশ ক্ষেপণাস্ত্র হামলার

প্রেক্ষাপটে বিশ্বের সবচেয়ে শিল্পোন্নত দেশগুলার

জোট জি-সেভেনের নেতাদের সাথে এক বৈঠকে বেশ

কিছু দাবি তুলে ধরেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

ভার্চুয়াল ঐ বৈঠকে তিনি পশ্চিমা অত্যাধুনিক অস্ত্র চেয়েছেন যা

দিয়ে তিনি রুশ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে পারবেন।

বেলারুশ সীমান্তে “আন্তর্জাতিক পর্যবেক্ষক” মোতায়েন

দাবি করেছেন তিনি।

একইসাথে ইউক্রেনের প্রেসিডেন্ট রুশ তেল এবং

গ্যাসের দামের ওপর সর্বোচ্চ সীমা আরোপে শক্ত

পদক্ষেপের কথা বলেছেন। তিনি বলেন, জ্বালানি থেকে

আয় কমলেই রাশিয়া যুদ্ধ বন্ধ করে শান্তি স্থাপনে রাজী হবে।

“এটা করা গেলে সন্ত্রাসী এই রাষ্ট্র শান্তি স্থাপনের কথা

ভাববে, যুদ্ধের ক্ষতি টের পাবে,” বলেন মি. জেলেনস্কি।