রাফসান হক এর এমন দুর্দান্ত রান্নার আসল রহস্য কি এবার

প্রকাশ্যে উন্মোচন হবে?

পুনর্জন্ম ৩ (২০২২)



®️ ½

দেশীয় ইন্ডাস্ট্রির থ্রিলার জগৎটাকে একটু হলেও

ভিন্নভাবে প্রাণবন্ত করার চেষ্টা শুরু থেকে করে আসছেন

ভিকি জাহেদ। শুক্লপক্ষের শেষে আফরান নিশোর ক্যামিও

দেখার পর অধীর আগ্রহ নিয়ে বসেছিলাম পুনর্জন্ম ৩ এর

জন্যে। অপেক্ষার অবসান ঘটলো। তা কেমন হলো

পুনর্জন্ম ৩?

নো স্পয়লার (শুধুমাত্র পুনর্জন্ম ৩ এর ক্ষেত্রে)

রাশেদ চৌধুরীর ছেলের বিয়েতে প্রায় ৩ হাজার অতিথি

খেয়েছিলেন। যে খাবার রান্না করেছিলেন রাফসান হক।

রাফসান হক এর রান্না কেনো এতো সুস্বাদু? এমন

সেলিব্রেটি মানুষের বা সুস্বাদু রান্নার অবশ্যই একটা সিক্রেট

ছিলো! যা শুক্লপক্ষে আমরা নিখুঁতভাবে বুঝে ফেলেছিলাম।

কিন্তু এই গল্পে বেশি চোখ রাখা হয়েছিলো রাফসান হক এর

স্ত্রীর মামলার উপর। তাহলে কি রাফসান হক এর মতো চালাক

মানুষের খেলা কি শেষ হতে যাচ্ছে?

এই গল্পে পুলিশের চরিত্রগুলো তেমন পাকাপোক্ত

ছিলোনা! যেমনটা হয়েছিলো শুক্লপক্ষের ক্ষেত্রেও।

এমনকি সবচেয়ে বড় দুর্বল দিক হচ্ছে ক্রাইম থ্রিলারে জ্বীন

দিয়ে সাসপেক্ট এর খোঁজ করা। তবে রাফসান হক চরিত্রে

সেরাটা দেখিয়েছেন নিশো এবং কামাল চরিত্রে সেন্টু। এই

গল্পের সাইকোলজিক্যাল ভাইবটাকে প্রাণবন্ত করছিলেন

সেন্টু! রাফসান হক চরিত্রটাকেও আরও ফুটিয়ে তোলা

হয়েছে সেন্টু’র দ্বারা। বিজিএম ভালোই ছিলো তবে

আরেকটু ভালো নজর দিলে মন্দ হতোনা।

পুনর্জন্ম ১-২ দেখার পর যতটুকু চাহিদা নিয়ে বসেছিলাম!

ততটুকু পুরোপুরিভাবে পূরণ হয়নি। এটা সত্যি যে বোর হবার

কোন সুযোগ ছিলো না। এই পর্বের ঝুড়িতে টুইস্টেরও

অভাব নেই এবং বরাবরের মতোই ভিকি জাহেদ শেষের

ক্লাইম্যাক্সটাতে দুর্দান্ত দেখিয়েছেন। এই গল্পের শেষ

এখনও হয়নি, রয়েছে অন্তিম পর্ব। আমার মতে

“পুনর্জন্মকে” একটু বেশি লম্বা করে ফেলা হচ্ছে। তবে

আন্দাজ করতে পারছি অন্তিম পর্বে দর্শকদের জন্যে

ভালো এবং চমকপ্রদ কিছু রাখা হবে। দেরি না করে দেখে

ফেলুন পুনর্জন্ম ৩,আশা করি ভালো লাগবে